দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে জুতা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওয়াহিদ আলী (৭৬) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় দুপক্ষের নারীসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (২২ মে) রাত ১০ টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজীনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওয়াহিদ আলী একই গ্রামের মৃত খুরশিদ আলী ছেলে।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব ও প্রতিবেশী ওয়াহিদ আলী’র নাতি ইকবাল বাড়ির পাশে পুকুর ঘাটে হাতমুখ ধুতে যায়। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা চুরি হয়ে গেলে এ নিয়ে হাবিব ও ইকবাল দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে রাত ১০ টার দিকে হাবিব ও ইকবালের অভিভাবকদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়াহিদ আলী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়াও সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
দোয়ারাবাজার থানার (ওসি) জাহিদুল হক বলেন, শিশুর জুতা চুরির অভিযোগকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ ওয়াহিদ আলীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।