Shopping cart

ইউরোপে কোকা-কোলা বয়কটের ঢেউ, ডেনমার্কেও পড়ছে প্রভাব

মে ১, ২০২৫

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

স্টাফ রিপোর্টার:


গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে, মার্কিন ব্র্যান্ড কোকা-কোলার বিরুদ্ধে বয়কটের ঢেউ ওঠে। এবার সেই প্রভাব ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশ ডেনমার্কেও।

ডেনমার্কে কোকা-কোলা বিপণনকারী প্রতিষ্ঠান কার্লসবার্গ জানায়, দেশটির ভোক্তাদের মধ্যে কোকা-কোলার প্রতি অনীহা দেখা যাচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কার্লসবার্গের প্রধান নির্বাহী জ্যাকব অ্যারাপ-অ্যান্ডারসেন জানিয়েছেন, এই পরিস্থিতিতে স্থানীয় ব্র্যান্ডগুলোর বিক্রি বেড়েছে, আর কোকা-কোলার বাজার সঙ্কুচিত হচ্ছে।

কার্লসবার্গ, যাদের টুবোর্গ ও ক্রোনেনবার্গ বিয়ারের পাশাপাশি কোমল পানীয়ও রয়েছে, জানায়—তাদের কোকা-কোলা বিক্রিতে ‘সামান্য পতন’ দেখা যাচ্ছে।

জ্যাকব অ্যারাপ আরও বলেন, মার্কিন ব্র্যান্ডগুলোর বিরুদ্ধে ডেনিশ ভোক্তাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে টেসলা, মার্কিন হুইস্কি এবং এমনকি যুক্তরাষ্ট্রে ভ্রমণ পরিকল্পনার বর্জনও।

বয়কটের পেছনে রাজনৈতিক নানা ইস্যু রয়েছে। যেমন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণ সংক্রান্ত মন্তব্য ডেনমার্কে ব্যাপক ক্ষোভ তৈরি করেছিল, যা বয়কটের একটি অনুঘটক হিসেবে কাজ করে।

এ ধরনের বয়কট নতুন নয়। এর আগেও ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের সময় পাকিস্তান, মিশরসহ অনেক মুসলিম দেশে কোকা-কোলার বিক্রিতে বড় ধরনের ধস নেমেছিল। তখন অনেকেই বিকল্প দেশীয় পণ্যের দিকে ঝুঁকেছিলেন।

এছাড়া, কোকা-কোলা সম্প্রতি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে হিস্পানিক ভোক্তাদের বিরূপ প্রতিক্রিয়ার মুখেও পড়েছে। একটি বিতর্কিত ভিডিওতে তাদের কর্মীদের ছাঁটাই ও অভিবাসন কর্মকর্তাদের জানানো সংক্রান্ত অভিযোগ ওঠে, যদিও প্রতিষ্ঠানটি ভিডিওটিকে ‘ভুয়া’ বলে দাবি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *