মোঃ মিজানুর রহমান নন্দন মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পৌর এলাকার টেংগাপাড়ার কলেজ রোড এলাকা থেকে গতকাল রাতে পাঁচ মামলার সাজাপ্রাপ্ত আসামী আহাদ নুর আলম ( ৪০) কে গ্রেফতার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী আহাদ নুর আলম মৃত হাজী উলফত আলীর ছেলে।
সে জিতু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
আহাদ নুর আলম ট্রেড লাইসেন্স দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকা ঋণ নেন।পরে তা ফেরত দেননি।চেক প্রদান করেন কিন্তু তার ডিসনার হয়।
এসব কারনে তার নামে ৫ টি মামলা দায়ের করা হয়।এর মধ্যে ৪ টি মামলার রায় হয়েছে। আদালত তাকে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং ৭ লাখ ৮১ হাজার ৯০৬ টাকা জরিমানা করা হয়েছে।
রায়ের পর থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে এস আই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাকে কলেজ রোড থেকে গ্রেফতার করে।
আজ শুক্রবার দুপুরে নেত্রকোনা কোর্টে সোপর্দ করা হয়েছে।এতথ্য নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম।