দোয়ারাবাজার(সুনামগঞ্জ): বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন লক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ মার্চ (বুধবার) সন্ধায় স্থানীয় লক্ষিপুর বাজার এলাকায় বিপুল সংখ্যক কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে এই মাহফিল সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডাক্তার হারিছ মিয়া, মসজিদ মিশনের সভাপতি মাওলানা সিদ্দিকুল ইসলাম।
লক্ষিপুর ইউনিয়ন জামায়াতের আমীর এনামুল হক’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাকির হোসেন’র সঞ্চালনায় আয়োজিত মাহফিলে আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোজাফফর আলী,অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল আউয়াল,বাইতুলমাল সম্পাদক সাইফুল ইসলাম,আক্তার হোসেন।
এসময় জামায়াতে ইসলামী লক্ষিপুর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, কর্মী,সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।