Shopping cart

দোয়ারাবাজারে আব্দুস সামাদোর হত্যাকারীদের ফাঁসি’র দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মার্চ ১৪, ২০২৫

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজারে আব্দুস সামাদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়

মানববন্ধনে বক্তব্য রাখেন, মহব্বতপুর বাজার কমিটির সভাপতি মারফত আলী সহসভাপতি সামছুল ইসলাম, সেক্রেটারি পারভেজ হোসাইন, নজরুল ইসলাম, ব্যবসায়ী মাও বাশির আহমদ,বাজার মসজিদের ইমাম আনোয়ার হোসেন, মুতালিব মিয়া,জফির আলী,চান মিয়া,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোয়ারাবাজার উপজেলা শাখার মুখ্যসংগঠক রাজিব আহমদ।

এসময় বক্তারা বলেন,মহব্বতপুর বাজারের ব্যবসায়ী আব্দুস সামাদকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

শুধু আব্দুস সামাদকে হত্যা করেই তাদের নরপৃশকতা শেষ হয়নি। আব্দুস সামাদের মা ও স্ত্রীকেও তারা হত্যার উদ্দেশ্য মারধর করে গুরুতর আহত করেছে। তারা এখন মৃত্যুর সাথে মেডিক্যালে লড়াই করছে। আব্দুস সামাদের খুনিদের দ্রুত গ্রেফতার করে খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে প্রশাসনের নিকট জোরদাবি জানান এলাকাবাসী।

এর আগে, গত ৮ মার্চ (শনিবার) পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত হয়ে ৪ দিন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় বুধবার(১২ মার্চ) ভোর রাতে মৃত্যুবরণ করে আব্দুস সামাদ (৩৫)।

নিহত আব্দুস সামাদ উপজেলার সুরমা ইউনিয়নের কাউয়াঘর গ্রামের মৃত আনজব আলী’র পুত্র।

এঘটনার পরের দিন রবিবার( ৯ মার্চ) ১১ জনের নাম উল্লেখ করেও কয়েকজনকে অঙ্গাতনামা আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন গুরুতর আহত আব্দুস সামাদের বড় ভাই আব্দুল মান্নান। অভিযোগ দায়ের’র সাথে সাথে এই ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করে দোয়ারাবাজার থানা পুলিশ।

ঘটনার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আব্দুস সামাদের।

এতে অভিযুক্তরা হলেন, দিলাল মিয়া, মিজান আহমদ, সফিক আলী,শরিয়ত আলী,সাজ্জাদ আলী,সমুজ আলী,ওয়ারিছ আলী, নৌশাদ আলী প্রমুখ।

এবিষয়ে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান,ঘটনায় অভিযোগ দায়ের’র দিনই দু’জনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *