Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শিক্ষাঙ্গন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোভার স্কাউটের নতুন কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোভার স্কাউটের নতুন কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মার্চ ১২, ২০২৫

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) রোভার স্কাউটের নতুন আংশিক কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ ) বেলা পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন বিভাগে অনুষ্ঠিত হয়।

নতুন কমিটিতে মনোনিত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জিয়া উদ্দিন। যেখানে সিনিয়র রোভারমেট হিসেবে বাংলা  বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাবুল মিয়া ও সিনিয়র রোভারমেট গার্ল-ইন-রোভার হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার লাকি (মেঘলা) মনোনীত হয়েছেন।

সিনিয়র রোভারমেট নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন,কোষাধক্ষ্য মাইনুদ্দিন খন্দকার,রূপসী বাংলা কলেজের অধ্যক্ষ এবং আরএসএল ইয়াসিন,কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট এর গ্রুপ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়াউদ্দিন সহ রোভার স্কাউট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যবৃন্দ।

কমিটি ঘোষণার পূর্বে রোভারদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষেত্র বিশেষে উদ্যমী হয়ে কাজ করার জন্য বক্তারা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মাইনুদ্দিন খন্দকার বলেন, “কুবি রোভার স্কাউট আন্তরিকতার স্থান, যেখানে ফিরে আসতে ভালো লাগে। বিশ্ববিদ্যালয়ের রোভাররা কুমিল্লাকে প্রতিনিধিত্ব করে, যা আমাদের গর্বের বিষয়। স্কাউটিং থেকে অর্জিত নেতৃত্ব গুণাবলি ভবিষ্যতে কর্মক্ষেত্রে কাজে আসবে।”

মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, “কুবি রোভার স্কাউটের সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আমাদের সাধ্য সীমিত, কিন্তু ইচ্ছে অপরিসীম। সকলের সহযোগিতায় আমরা সকল কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে সর্বোচ্চ চেষ্টা করি।আপনাদের সহযোগিতাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।”

নবনির্বাচিত সিনিয়র রোভারমেট বাবুল মিয়া বলেন,কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব নিয়েছি এবং গ্রুপের উন্নয়নের জন্য কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, দায়িত্ব পালন করা সাফল্যের পথ, তাই আমি সম্মানের সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

নবনির্বাচিত সিনিয়র রোভারমেট গার্ল-ইন-রোভার মেঘলা অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি গর্বিত যে, সিনিয়র রোভারমেট (GSRM) হিসেবে দায়িত্ব পালন করছি। সকলের সহযোগিতায় আমরা সামনে এগিয়ে যাব এবং বাংলাদেশ স্কাউটসের অগ্রযাত্রা ইতিবাচক পরিবর্তন আনবে। আমাদের লক্ষ্য—‘সেবা, সংহতি ও সমতা’।”

উল্লেখ্য, দোয়া এবং ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *