ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি, পাপলু মিয়া: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৭ মার্চ) স্থানীয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের পৌর সভাপতি ক্বারী নুরুল আমীনের সভাপতিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, বিশেষ অতিথি ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, পৌর জামায়াত সেক্রেটারি ডা. হেলাল উদ্দিন, ছাতক উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবির, পরিবহন শাখা সভাপতি নাদির উদ্দিন, শ্রমিক নেতা ছালিক মিয়া প্রমুখ।