সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধ পথে পাচারকালে ২ কোটি ৯২ হাজার ৫’শ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করেছে ২৮ বিজিবি।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনস্থ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে বিজিবি।
শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদের।
বিজিবি জানায়,বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপি কর্তৃক ভারতের সীমান্তবর্তী জঙ্গলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ১২৭টি শার্ট, ১৫৬ মিটার প্যান্টের কাপড়, ১ হাজার ২৯৬ মিটার ব্লেজারের কাপড়, ২০ হাজার ৪৩০ মিটার পাঞ্জাবি কাপড় এবং নয় হাজার বোতল সানরাইজ ক্রিম জব্দ করা হয়।
আটককৃত পণ্যের বাজারমূল্য ২ কোটি ৯২ হাজার ৫শ টাকা।