রংপুর প্রতিনিধি: রংপুরের সাহিত্য অঙ্গনের পরিচিত মুখ, কবিও সাংবাদিক রিয়াজুল হক সাগর, রংপুর জেলার বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে সংপৃক্ত বর্তমানে ব-দ্বীপ বাংলাদেশ পত্রিকার সহ-সম্পাদক ও রংপুর ব্যুরো, রংপুর জেলার নেত্রজল সাহিত্য সংগঠনের সাবেক সভাপতি, মাটির মা ফাউন্ডেশন রংপুর জেলা কমিটির সহ-সভাপতি, হারাগাছ সাহিত্য সংসদের প্রচার সম্পাদক, অভিযাত্রিক সাহিত্য সংস্কুতি সংসদের সদস্য, এছাড়াও রংপুর সাহিত্য একাডেমি, রংপুর লেখক সমাজ,ছড়া সংসদ রংপুরসহ অনেক সংগঠনের সাথে যুক্ত তিনি। কবিও সাংবাদিক রিয়াজুল হক সাগর সাহিত্যে বিশেষ অবদানের জন্য এবার সাহিত্য পুরস্কার ব-দ্বীপ বাংলাদেশ সম্মাননা ২০২৫ কবিকে দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে ব-দ্বীপ বাংলাদেশের চতুর্থবর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব-দ্বীপ বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক একেএম ফজলুল হক মনোয়ার ও নির্বাহী সম্পাদক সহকারি অধ্যাপক আবদুল জলিল সহ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, শাহজাহান আলী, বার্তা সম্পাদক এনামুল হকসহ অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কবির বাবা অসুস্থ হওয়ায় কবি সেখানে উপস্থিত হতে পারেননি তাই কবিকে কুরিয়া যুগে তার সম্মাননা পাঠিয়ে দেয়া হয়েছে, আমরা কবির সার্বিক মঙ্গল কামনা করি।