Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

মাহে রমজনাকে স্বাগত জানিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে দোয়ারাবাজারে জামায়াতের মিছিল

ফেব্রুয়ারি ২৮, ২০২৫

0

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা ও নগ্নতা বন্ধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা সদরে এই কর্মসূচী পালন করে সংগঠনটি।

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদের নেতৃত্বে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামন থেকে শুরু হয়ে দোয়ারাবাজার উপজেলা সমাজসেবা কার্যালয়,দোয়ারাবাজার থানা,খেয়াঘাটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিস পর্যন্ত মিছিল করেছে নেতা-কর্মীরা।

মিছিল শেষে এক পথসভায় উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ ও সেক্রেটারি মাও দেলোয়ার হোসাইন বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসে পরিকল্পিতভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ায়। অতিথে সরকারের মন্ত্রীরা খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতারের কথা বলে জনগণের সঙ্গে নির্মম তামাশা ও করেছেন। তাই এসব গণধিক্কৃত, অথর্ব ও অবৈধ মন্ত্রীদের দেশ থেকে বিতাড়িত করেছে জনগণ।

অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সাহরি ও ইফতার করতে পারে, সেজন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার আহ্বান জানান।

এসময় দোয়ারাবাজার উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার ইমেল কোনো জায়গায় প্রকাশ করা হবে না