Shopping cart

দোয়ারাবাজারে ভারতীয় গরুর চালান আটক

ফেব্রুয়ারি ১৩, ২০২৫

প্রতিনিধি, দোয়ারাবাজার(সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মোকামছড়া সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ৭টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। বুধবার(১২ ফেব্রুয়ারী) রাত ২ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া সীমান্ত এলাকা থেকে গরুগুলো আটক করে পেকপাড়া বিওপি। আটক করা গরুগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা দেখানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানান, বুধবার(১২ ফেব্রুয়ারী) রাত ২ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া সীমান্ত এলাকা মোকামছড়া দিয়ে সাতটি ভারতীয় গরু আনার তথ্য পায় বিজিবি। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এর নির্দেশনায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন।

পরে সাতটি ভারতীয় গরু জব্দ করে পেকপাড়া ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আটক গরুগুলো পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা গেছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *