Shopping cart

ছাতকে মাদ্রাসায় নবীন বরন অনুষ্ঠান

জানুয়ারি ১৮, ২০২৫

পাপলু মিয়া ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকের গোবিন্দগঞ্জ ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার ২০২৫ ইং শিক্ষাবর্ষের সবক ও পাগড়ী প্রদান ও জেনারেল কমিটি গঠন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে, সহ সাধারণ সম্পাদক আতাউল মগনীর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে সবক প্রদান করেন হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার রেক্টর অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ আবু নাছির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু সালেহ মোঃ আব্দুস সোবহান, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সূফি আলম সুহেল,মাওলানা আব্দুল বাকী, মঈন উদ্দিন মনির, মোক্তার আহমদ, আব্দুল আলী, মেরাজ উদ্দিন, জুনেদ আহমদ, এমরান আহমদ, মাওলানা আব্দুল মছব্বির, রমিজ উদ্দিন, আমিরুল হক, ছাত্র সমন্বয়ক মতিউর রহমান, উমেদ আলী, সফিক আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল কাশেম খান, ইসলামী সঙ্গীত পরিবেশ করেন জুবায়ের আহমদ।

উল্লেখ্য গত ১৭ ডিসেম্বর ২০২৪ হযরত আবু বক্কর সিদ্দিক রাঃ মাদ্রাসা ওয়াকফ এষ্টেট করে ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সুহিত গ্রামের লন্ডন প্রবাসী দিলারা বেগম।

আজকের আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দিলারা বেগম এর পরিবার পরিজনের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে বলেন, এটি একটি কোরআন শিক্ষা কেন্দ্র এখানে আপনার আমার শিশুকে ভর্তি করে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলি। পরিশেষে পাগড়ী বিতরণ ও সবক প্রদান করেন গোবিন্দনগর ফজলিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *