দোয়ারাবাজার(সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৬২ বস্তা বাংলাদেশী রশুনসহ ৩ জনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।
পুলিশ জানায়, শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০ টার দিকে বাংলাদেশ হতে ব্যাটারী চালিত ৩ টি অটোরিক্সা (টমটম) যোগে রসুন বোঝাই করে চোরাচালানের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করে সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন চোরাকারবারি চক্র। এমন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক এর দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ আতিয়ার রহমান’র নেতৃত্বে , এএসআই আশরাফ খাঁন, এএসআই সুমন চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকার কবির মিয়ার বাড়ি সংলগ্ন দক্ষিন পাশে কাঁচা রাস্তার উপর অভিযান চালায়। এসময় ভারতীয় সীমান্ত হইতে অনুমান আধা কি. মি. বাংলাদেশের অভ্যান্তর হইতে চোরাপথে পাচার করতে পরিবহন করা ৬২ বস্তা রশুন,রশুন বোঝাইকৃত ৩টি ব্যাটারী চালিতা অটোরিক্সা (টমটম)৩ জন চোরাকারবারিকে আটক করে পুলিশ।
আটককৃত রশুনের পরিমান ১১১৬ (এক হাজার একশত ষোল) কেজি। যার আমুমানিক মূল্য ২,২৩,২০০-(দুই লক্ষ তেইশ হাজার দুইশত) টাকা।
গ্রেফতারকৃত ৩ জন আসামী উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র জাকির হোসেন (২০).বালিছড়া গ্রামের মন্তাজ উদ্দিনের পুত্র সাখাওয়াত হোসেন কামাল (১৯), উস্তোঙ্গের গাঁও গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের পুত্র আব্দুল্লাহ আল মোজাহিদ (২০)কে গ্রেফতারপূর্বক The Special Powers Act 1974 25B/25D (দোয়ারাবাজার থানার মামলা নং-০৬, তারিখ-০৪/০১/২০২৫: ধারা) রুজু করা হয়েছে।