সোহেল মিয়া, দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিজয়ী হয়েছেন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলা পর্যায়ে আয়োজিত টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা। উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা’র সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু। এসময় উপজেলার ৯ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্ট খেলায় উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে ৫ টি বিদ্যালয়ের টিমকে হারিয়ে বিজয়ী নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিক নাহিদ শ্রেষ্ট খেলোয়াড় হিসেবে ট্রফি আর্জন করে।
উল্লেখ যে,নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টিম এর আগে ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয়ের টিমগুলোর সাথে খেলায় বিজয়ী হয়ে উপজেলায় অংশগ্রহণ করে।