সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):অজপাড়া ও সীমান্তবর্তী এলাকা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে একদল অধম্য মেধাবী তরুনদের উদ্যোগে এলাকার শিক্ষার মানোন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে সাফল্য এডুকেশন কোচিং সেন্টার।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বড়খাল স্কুল এন্ড কলেজ রোড এলাকায় এই কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলার বাংলাবাজার ইউপির কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ছনোগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কোরবান আলী,ছনোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অব:প্রধান শিক্ষক)মোঃ হাবিব উল্লাহ,বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফায়েল আহমেদ, সমাজ সেবক এম মুনসুর আহমেদ, কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহজাহান শামীম, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেবেকা সুলতানা লাভলী, আইডিয়াল একাডেমি’র পরিচালক ইমদাদুল হক মিলন,স্বাস্থ্য সহকারী ওয়াসিম উদ্দিন।
এতে আরও উপস্থিত ছিলেন সাফল্য এডুকেশন কোচিং সেন্টারের পরিচালক মোজাম্মেল হোসেন শামীম, রেজা কামরুল হাসান সজীব, মিশকাত আল আমিন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রমুখ।