দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ (যুব ফোরাম) নরসিংপুর ইউনিয়ন শাখার ২০২৪-২৫ সেশন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে নরসিংপুর বাজারস্থ কার্যালয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী, যুব বিভাগ নরসিংপুর ইউনিয়ন শাখার মাসিক সাধারণ সভায় নতুন এই কমিটির তালিকা প্রকাশ করেন উপজেলা যুব ফোরামের নেতৃবৃন্দ।
এতে আবিদ রনিকে সভাপতি ও আব্দুল মোতালিবকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
এতে কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো: সুজন মিয়া, অর্থ সম্পাদক মাও ওমর ফারুক, প্রচার সম্পাদক আবু তায়্যেব।