দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাস্তার পাশে লাগানো সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। খবর পেয়ে গাছগুলো জব্দ করেছে প্রশাসন।
বুধবার (২৭ নভেম্বর) উপজেলার নরসিংপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,দোয়ারাবাজার উপজেলার স্থানীয় নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমের সড়কে লাগানো সরকারি গাছ কেটে ফেলে দূর্বিত্তরা। বিষয়টি দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নজরে গেলে তিনি উপজেলার দায়িত্বরত বনবিভাগের কর্মকর্তাদের
ঘটনাস্থলে পাঠিয়ে বুধবার দুপুরে গাছগুলা জব্দ করেন।
পরে স্থানীয়দের জিম্মায় গাছগুলো দিয়ে যায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন, দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার নরসিংপুর ইউনিয়নর ওই সড়কের সরকারি গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন সরকারি বেতনভোগী স্থানীয় জাহানারা বেগম। একই গ্রামের মশরফ আলী’র পুত্র জামাল উদ্দিন (৩৫) সরকারি এসব গাছ কর্তন করতে গেলে জাহানারা বাঁধা নিষেধ করলেও তিনি তা আমলে নেয়নি।