মান্নার মিয়া, শান্তিগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ২৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গল বার(১৯নভেম্বর) সকালে পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃশহীদুল ইসলাম পরিষদের অস্থায়ী কার্যালয় থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সর্বমোট ২৫০ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
২০২৩- ২০২৪ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে এই চাউল বিতরণ করা হয়।
এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃশহীদুল ইসলাম বলেন। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন-ট্যাগ অফিসার ভূপতি রঞ্জন দাস, ১,২,৩নং ওয়ার্ড মহিলা সদস্য হাওয়ারুন নেছা,৬নং ওয়ার্ড সদস্য ইলিয়াছ মিয়া, ৮নং ওয়ার্ড সদস্য লিটন তালুকদার,৯নং ওয়ার্ড সদস্য দুলাল মিয়া,৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা সদস্য রাহেলা বেগম প্রমূখ।