Shopping cart

শেখ হাসিনাকে এবার গ্রেফতারের নির্দেশ।

অক্টোবর ১৭, ২০২৪

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

চাকূরি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়েছে। এরইমধ্যে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ১৭ অক্টোবর, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচার কার্যক্রম শুরু হয়।

যাদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করলেন তিনারা হলেন-বিচারপতি শফিউল আলম মাহমুদ, ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে এ আবেদন করেন।

১৮ নভেম্বরের মধ্যে তাকে গ্রেফতার করে ট্রাইবুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

গ্রেফতারি পরোয়ানার তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছাড়াও দলের সাধারণ সম্পাদক সাবেক সরক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকসহ আরও ৪৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *