বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ‘মঞ্জুরুল ইসলাম’ ঘোষণা দিয়েছেন, ২-১ দিনের মধ্যে সেক্রেটারি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি করবে বলে জানিয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪) রাতে গণমাধ্যমকে এ কথা জানান বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সভাপতি ‘মঞ্জুরুল ইসলাম’।
শিক্ষার্থী সাদিক কায়েম প্রসঙ্গে শিবির সভাপতি ‘মঞ্জুরুল ইসলাম’ বলেন, ‘তিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি। ঢাবি প্রশাসনের সঙ্গে বৈঠকে উনি আমাদের প্রতিনিধিত্ব করেছেন। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউ’ঞ্জে প্রশাসনের শীর্ষ কর্ম কর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজেকে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন ‘সাদিক কায়েম’।
আরো জানা যায়, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২০১৬-২০১৭ সেশনের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়া’ছড়ি শহরের বাজার এলাকায়। মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাত’কোত্তর ফলাফলে নিজ বিভাগে তৃতীয় হয়েছিলেন। স্নাতকে তার সিজিপিএ ছিল তিন দশমিক ৭৮। তবে স্নাতকোত্তরে ‘সাদিক কায়েমের’ সি জি পিএ সম্পর্কে জানা যায়নি।