Shopping cart

বাহাদুরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ডিসেম্বর ২৬, ২০২৫

বাহাদুরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

বাহাদুরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

মেহেদি হাসান সোহেল, মাদারীপুর প্রতিনিধ: মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে মহান বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাহাদুরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালিবাজার এলাকায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে শত শত অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা গ্রহণ করেন।

ক্যাম্প পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা আমির জনাব মাওলানা মোখলেছুর রহমান বলেন, মানবসেবাই ইসলামের অন্যতম শিক্ষা। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো জামায়াতে ইসলামীর নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাহাদুরপুর ইউনিয়ন শাখার সভাপতি জনাব মাওলানা সালাউদ্দিন তৈমুর বলেন, গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যেন সহজেই চিকিৎসা সেবা পায়, সেই লক্ষ্যেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালনকারী চিকিৎসক জনাব মাওলানা ডাক্তার আলমগীর হোসেন বলেন, এলাকায় সাধারণত জ্বর, সর্দি-কাশি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন সাধারণ রোগে আক্রান্ত রোগীরা বেশি আসছেন। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি রোগীদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়েছে।

ক্যাম্পে আগত রোগীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *