সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় নির্বাচন কমিশন প্রণীত ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫’-এর গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরা হয়। এ সময় প্রচারণায় পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার, পোস্টার প্রদর্শনের নিষেধাজ্ঞা, ব্যক্তিগত আক্রমণ পরিহার এবং নির্বাচনী ব্যয়ের সীমা মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা ও শাস্তির বিধান সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুপ রতন সিংহ-এর সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি তারিকুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ, বিএনপি নেতা আলতাফুর রহমান খসরু, জামায়াত নেতা মাওলানা আলী আমজদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন ও সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম।
বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। তারা বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় সহিংসতা, অর্থের অপব্যবহার কিংবা প্রভাব বিস্তারের কোনো সুযোগ দেওয়া হবে না। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে সক্রিয় থেকে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করবেন।
সভায় দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুঁইয়া, যুগ্ম সম্পাদক সোহেল মিয়া ও হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক মিয়া, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রযোজ্য আচরণবিধিমালার বিভিন্ন দিক বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, রাজনৈতিক দল, সাংবাদিক ও সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।



