সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষায় দোয়ারাবাজার উপজেলায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থী,শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন।
সোমবার (২৪ নভেম্বর) বিকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদের হলরুমে এই আয়োজন সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, বিশেষ অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুস।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সুশান্ত কুমার সিংহ, উপজেলা জামায়াতের আমীর ডা: হারুন অর রশীদ, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি সদস্য সামছুল হক নমু, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবেে সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, দোয়ারাবাজার থানার এসআই সামছুদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহিবুর রহমান কয়েছ প্রমুখ।
অনুষ্ঠানে জেলাপর্যায়ে সাফল্য অর্জনকারী ১৫ জন শিক্ষার্থী, উপজেলার পর্যায়ে চতুর্থ শ্রেনীতে শ্রেষ্ঠ নির্বাচিত ১ জন,উপজেলার ৯ টি ইউনিয়নে শ্রেষ্ট নির্বাচিত চতুর্থ শ্রেনীর ৯ জন এবং পঞ্চম শ্রেনীর ৯ জন, উপজেলা ভিত্তিক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত ১ টি, ইউনিয়ন ভিত্তিক শ্রেষ্ট প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত ৯ ইউনিয়নের ৯ টি প্রতিষ্ঠান ও উপজেলায় চারটি বিষয়ের উপর শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত ৪ জন শিক্ষকে সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও গত বিসিএস পরীক্ষায় নির্বাচিত দোয়ারাবাজার উপজেলার ১ জন বিসিএস ক্যাডারকে ও সংবর্ধনা প্রদান করে উপজেলা প্রশাসন।



