Shopping cart

  • Home
  • খেলা
  • সিলেট লিগের পুরানো জৌলস ফিরিয়ে আনার প্রচেষ্টায় জেলা ক্রিড়া সংস্থা

সিলেট লিগের পুরানো জৌলস ফিরিয়ে আনার প্রচেষ্টায় জেলা ক্রিড়া সংস্থা

নভেম্বর ১৭, ২০২৫

সিলেট লিগের পুরানো জৌলস ফিরিয়ে আনার প্রচেষ্টায় জেলা ক্রিড়া সংস্থা।

সিলেট লিগের পুরানো জৌলস ফিরিয়ে আনার প্রচেষ্টায় জেলা ক্রিড়া সংস্থা।

মাহফুজ কাউসার ছাদি: সিলেটের ক্রিকেট লিগ, যা স্থানীয় ক্রিকেটারদের একমাত্র ভরসা হিসেবে পরিচিত, দীর্ঘদিন ধরে অনিয়মিত ছিল। তবে সিলেট জেলা ক্রিড়া সংস্থার এডহক কমিটি দায়িত্ব পাওয়ার পর থেকে এই লিগের অবস্থা বদলানোর চেষ্টা চলছে। এডহক কমিটি সিলেট জেলা ক্রিড়া সংস্থার সদস্য ও ক্রিকেটার ওয়াহিদ উমায়ের জানান, এখন প্রত্যেকটি খেলা সময়মত মাঠে গড়ানো নিশ্চিত করা হচ্ছে। আসন্ন ক্রিকেট সিজনকে সামনে রেখে মাঠ প্রস্তুতির কাজও শুরু হয়েছে। তবে এই পথ মসৃণ নয়। গেল কয়েকদিন আগে আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্ট শেষ হওয়ার পর মাঠের অবস্থা ছিল খুবই খারাপ, পিচের অস্তিত্বই প্রায় অনুপস্থিত ছিল।

মাঠ পুনরুদ্ধারের প্রধান চ্যালেঞ্জ হলো অর্থের সংকট। ক্রিড়া সংস্থার ফান্ডে পর্যাপ্ত টাকা না থাকলেও বিসিবি কাউন্সিলর ও ক্রীড়ানুরাগীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় মাঠের কাজ থেমে নেই। ইতিমধ্যেই মাঠের লেভেলিং ও পিচের কাজ প্রায় শেষের দিকে এগিয়েছে। ডিসেম্বরের আগেই এই কাজ শেষ হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। মাঠের বাইরে দাপ্তরিক কাজের মধ্যে ক্লাবগুলোর সাথে সমন্বয় এবং খেলা পরিচালনার উপকমিটি গঠনের কাজও প্রায় শেষ। এছাড়া বিসিবি থেকে মাঠ প্রস্তুতির প্রয়োজনীয় সরঞ্জামও পাঠানো হয়েছে।

বিসিবি কাউন্সিলর ও জেলা ক্রিড়া সংস্থা এডহক কমিটির সদস্য সৈয়দ ফজলে এলাহি অভি বলেন, বর্তমান অ্যাড-হক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিত প্রতিটি খেলা আয়োজন করে যাচ্ছে, যা সিলেটের ক্রীড়া উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে আমাদের সিলেট জেলা ক্রীড়া সংস্থার মাত্র একটি মাঠ রয়েছে। এর ফলে একই মাঠে বিভিন্ন ধরনের খেলা আয়োজন করা কষ্টসাধ্য ও ব্যয়বহুল হয়ে পড়ছে। আমাদের ক্রিকেট ও ফুটবলের জন্য আলাদা আলাদা মাঠ প্রয়োজন।

একসময় সিলেট লিগ ছিল আন্তর্জাতিক ও জাতীয় তারকায় ভরপুর। এই লিগে খেলেছেন শ্রীলঙ্কার অরজুনা রানাথুংগা, রমন লাম্বা, রুমেশ কালুভিথারানা এবং অশোকা ডি সিলভার মতো ক্রিকেটাররা। বাংলাদেশি তারকাদের মধ্যে ছিলেন গোলাম ফারুক (সুরভী), আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, রকিবুল হাসান ও আমিনুল ইসলাম বুলবুলের মতো কিংবদন্তিরা। স্থানীয় অনির্বাণ, জিমখানা ও চ্যালেঞ্জারসহ বিভিন্ন ক্লাব তাদের নিয়ে আসত, যা স্থানীয় তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার উৎস ছিল।

মাঠ প্রস্তুত হলে এখন শুধু খেলা শুরুর অপেক্ষা। সিলেট জেলা ক্রিড়া সংস্থা আশা করছে, বহুল প্রতীক্ষিত সিলেট লিগ আবারও তার পুরনো জৌলস ফিরে পাবে। সবকিছু ঠিক থাকলে এবারের লিগে ক্রীড়াপ্রেমীরা মাঠে বসে অলক কাপালি, তানজিম সাকিব, নাসুম, রাহি ও এবাদত হোসেনের মতো তারকাদের খেলা সরাসরি দেখতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *