Shopping cart

‘বিকৃত ছবি ও অশালীন তথ্য’ প্রচারের অভিযোগে মামলা করলেন ঢাবি শিক্ষক মোনামী

নভেম্বর ৩, ২০২৫

‘বিকৃত ছবি ও অশালীন তথ্য’ প্রচারের অভিযোগে মামলা করলেন ঢাবি শিক্ষক মোনামী।

‘বিকৃত ছবি ও অশালীন তথ্য’ প্রচারের অভিযোগে মামলা করলেন ঢাবি শিক্ষক মোনামী।

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আনিম ভূইয়া মোনামীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃত ছবি ও অশালীন তথ্য ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগের গুরুত্ব বিবেচনায় মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি দ্রুত তদন্ত করে অপরাধীদের শনাক্তে কাজ শুরু করেছে ডিবির সাইবার ইউনিট।

মামলা দায়েরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেহরীন আনিম ভূইয়া মোনামী বলেন-

আমার কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। আমি একজন সাধারন শিক্ষক। কিন্তু গত এক বছর ধরে আমাকে নিয়ে অনলাইনে অপপ্রচার বিকৃত ছবি ও অশালীন মন্তব্য ছরানো হচ্ছে।

এসবের কোন প্রতিকার না পেয়ে অবশেষে আইনের শরণাপন্ন হয়েছি।

মোনামী জানান, মামলায় অজ্ঞাতনামা আসামিও রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে একই ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *