মশিউর রহমান মুর্শেদ মাধবপুর প্রতিনিধি: “নির্মল পৃথিবীর জন্য, সবার অংশগ্রহণ প্রতিরোধই দুর্যোগ হ্রাসের উত্তম উপায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া। ফায়ার সার্ভিসের সদস্যরা বাস্তব অনুশীলনের মাধ্যমে উপস্থিতদের দুর্যোগ মোকাবিলার করণীয় প্রদর্শন করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা (স্টেশন ইনচার্জ) রাকিব হাসান, বিআরডিবি কর্মকর্তা আবুল ফয়সল চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলাউদ্দিন আল রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
এছাড়া মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কয়েস আহমেদ সালমান, মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক এম এ কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণের সচেতনতা ও পূর্ব প্রস্তুতি ক্ষয়ক্ষতি কমানোর মূল চাবিকাঠি। সরকার ও সমাজের প্রতিটি স্তরের সম্মিলিত উদ্যোগই পারে দুর্যোগের প্রভাব হ্রাস করতে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।