Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • বিট পুলিশিং সমাবেশে ছাতকবাসীর অঙ্গীকার ‘নিরাপদ সমাজ গড়ব সবাই মিলে’

বিট পুলিশিং সমাবেশে ছাতকবাসীর অঙ্গীকার ‘নিরাপদ সমাজ গড়ব সবাই মিলে’

অক্টোবর ১০, ২০২৫

বিট পুলিশিং সমাবেশে ছাতকবাসীর অঙ্গীকার ‘নিরাপদ সমাজ গড়ব সবাই মিলে’

বিট পুলিশিং সমাবেশে ছাতকবাসীর অঙ্গীকার ‘নিরাপদ সমাজ গড়ব সবাই মিলে’

মোঃ তাজিদুল ইসলাম: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা পয়েন্টে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ছাতক উপজেলা যুবদল ও বর্তমান আহ্বায়ক দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপি; হীরা মিয়া, সভাপতি দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপি; হাফিজ আনসার উদ্দিন, চৌকা পয়েন্ট জামে মসজিদের ইমাম; পলি দে, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।

তারা চুরি, ডাকাতি, গরু চুরি, মাদক ব্যবসা, চোরাচালান, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ওসি শফিকুল ইসলাম খান বলেন, “পুলিশ একা আইনশৃঙ্খলা রক্ষা করতে পারে না, জনগণের সহযোগিতা পেলে সমাজ অপরাধমুক্ত করা সম্ভব।”

এ সময় উপস্থিত এলাকাবাসী থানার ওসিকে অভিনন্দন জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *