Shopping cart

  • Home
  • আন্তর্জাতিক
  • মানবিক সহায়তা বহনকারী সুমুদ ফ্লোটিলার অধিকাংশ নৌযান আটক

মানবিক সহায়তা বহনকারী সুমুদ ফ্লোটিলার অধিকাংশ নৌযান আটক

অক্টোবর ২, ২০২৫

মানবিক সহায়তা বহনকারী সুমুদ ফ্লোটিলার অধিকাংশ নৌযান আটক।

মানবিক সহায়তা বহনকারী সুমুদ ফ্লোটিলার অধিকাংশ নৌযান আটক।

গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া সুমুদ ফ্লোটিলা বহরের অধিকাংশ নৌযান আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। আয়োজকদের দাবি, বহরের জাহাজগুলোতে ছিল খাদ্য, চিকিৎসা সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য—যা অবরুদ্ধ গাজায় জরুরি সহায়তা হিসেবে পৌঁছানোর কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহরের একটিমাত্র নৌযান গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। বাকিগুলো ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য, “নিরাপত্তাজনিত কারণেই নৌযানগুলো আটক করা হয়েছে”। তবে তারা আশ্বস্ত করেছে, বহরে থাকা সহায়তা সামগ্রী নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে গাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

অন্যদিকে ফ্লোটিলার সংগঠকরা ইসরায়েলের এ পদক্ষেপকে আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী বলে অভিযোগ করেছেন। তাদের মতে, এই বাধা গাজার চলমান মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *