Shopping cart

লাকসামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সামিরা আজিম দোলা মণ্ডপ পরিদর্শন

অক্টোবর ১, ২০২৫

লাকসামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সামিরা আজিম দোলা মণ্ডপ পরিদর্শন।

লাকসামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সামিরা আজিম দোলা মণ্ডপ পরিদর্শন।

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মহাঅষ্টমীর দিনে লাকসাম উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের সুযোগ্য কন্যা, আগামী দিনের ধানের শীষের কান্ডারী ও মাটি ও মানুষের নেত্রী সামিরা আজিম দোলা ১৪টি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার আনন্দঘন পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন—লাকসাম উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি জসিম উদ্দিন, সাবেক সহ-সভাপতি আমির হোসেন, শ্রমিক দলের সাবেক সভাপতি শওকত আলী সেলিম,উপজেলা যুবদল নেতা জাহিদ, পৌর যুবদল নেতা সাগর, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের শাহজাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রানা এবং উপজেলা ছাত্রদলের রাহুলসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পূজা পরিদর্শনের সময় ছোট শিশু, তরুণ-তরুণী ও প্রবীণরা সামিরা আজিম দোলাকে আন্তরিক ভালোবাসায় সিক্ত করেন। এসময় সনাতনী হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে তাকে আগামী নির্বাচনে বিজয়ী করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

স্থানীয়দের মতে, এ ধরনের শান্তিপূর্ণ পূজা অনুষ্ঠান কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *