মোঃ তাজিদুল ইসলাম: সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা টেটিয়ারচর বাজারে লন্ডনভিত্তিক ঐতিহ্যবাহী মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান এফ ডব্লিউ ফিউচার ওয়ার্ল্ড এর উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে এফ ডব্লিউ ফিউচার ওয়ার্ল্ডের দায়িত্বশীল, চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট বিডির সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুজ্জামান শামীমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমহল্লা টেটিয়ারচর বাজার মসজিদ কমিটির সভাপতি জনাব নুরুল হক, ক্যাশিয়ার জনাব আবুল হোসেন এবং ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জনাব আবু নাসার।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল মুকিত, রংমালা ওয়ালপেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা, আব্দুর রহমান, মাস্টার কবির আহমদ, মাওলানা সাদিক আহমদ, হাফিজ সালেহ আহমদ, কামরুল ইসলাম, জসিম উদ্দিন, জাহির মিয়া, আব্দুল আজিজ, কামরুল মিয়া, মাহবুব আহমদ, তানভীর আহমেদ, জাবের আহমদ, তায়েফ আহমদ, জুনেদুর, মুকিত মিয়া, আবু জাফর
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এফ ডব্লিউ ফিউচার ওয়ার্ল্ডের সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এফ ডব্লিউ ফিউচার ওয়ার্ল্ড শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং সামাজিক উন্নয়নেও ভূমিকা রেখে চলেছে। এ ধরনের উদ্যোগ এলাকাবাসীর জন্য অনুপ্রেরণামূলক।