সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চেলা নদীতে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে বালু উত্তোলন প্রতিরোধে লাল পতাকা স্থাপন করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার বিকালে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নরসিংপুর ইউনিয়নে “চেলা ও মরা চেলা নদী” বালুমহাল এলাকার তফশিলভুক্ত স্থানে আন্তর্জাতিক সীমারেখা থেকে বাংলাদেশের অভ্যন্তর হতে বালু উত্তোলন নিশ্চিত করার লক্ষে এই লাল পতাকা স্থাপন করেন।
এর আগে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে এক সভায় চেলা ও মরা চেলার বালু মহাল সক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সুনামগঞ্জ জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের স্বাক্ষরিত পত্রে বলা হয়, দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নে “চেলা ও মরা চেলা নদী” বালুমহালটি অবস্থিত, যা এবছর ইজারা প্রদান করা হয়েছে। উক্ত বালুমহালটির একটি অংশ বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন। ভারত অংশে অবস্থিত এলাকার বালুর গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় বালু শ্রমিকগণ আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করছেন মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। এবিষয়ে বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির আলোচনা অনুযায়ী ইজারা প্রদত্ত তফশিল পুনরায় চিহ্নিত করা হয়েছে।
এমতাবস্থায়, “চেলা ও মরা চেলা নদী” বালুমহালটির তফশিল বহির্ভূত অংশে যাতে কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে কিংবা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে বেআইনীভাবে বালু উত্তোলন করতে না পারে সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ” সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কে নির্দেশনা প্রদান করা হয়েছে।