Shopping cart

বামনায় অটো ড্রাইভারের গলাকাটা লাশ উদ্ধার অটোসহ দুই জন গ্রেফতার

সেপ্টেম্বর ১২, ২০২৫

বামনায় অটো ড্রাইভারের গলাকাটা লাশ উদ্ধার অটোসহ দুই জন গ্রেফতার।

বামনায় অটো ড্রাইভারের গলাকাটা লাশ উদ্ধার অটোসহ দুই জন গ্রেফতার।

মোঃ সিদ্দিকুর রহমান মান্না বামনা(বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পশ্চিম বলাইবুনিয়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠের পশ্চিম পার্শ্বে ডোবা থেকে এক অটো ড্রাইভারের গলা/কাটা লাশ উদ্ধার করেন বামনা থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায় ১নং বুকাবুনিয়া ইউনিয়নের বড় তালেশ্বর গ্রামের ফারুক সিকদারের পুত্র মো. আজিজ সিকদার (২৮) অটো ড্রাইভার বৃহস্পতিবার রাত ৮টায় সময় পশ্চিম বলইবুনিয়া ঈদগাহ সংলগ্ন পাকা রাস্তার অজ্ঞাত নামা কয়েক জন যাত্রী নিয়ে যাওয়ার পথে অটো ড্রাইভার মো. আজিজ সিকদারকে ধারালো চাকু দিয়ে জবাই করে ঈদগাহ সংলগ্ন কার্পেটিং রাস্তার পশ্চিম পার্শ্বে ডোবা ফেলে দিয়ে তাহার অটো নিয়ে পালিয়ে যায। একই রাস্তা দিয়ে পথযাত্রী এন্তাজ উদ্দিন পুত্র মো. বাদল মিয়া রাস্তায় রক্ত দেখতে পেয়ে ডাক চিৎকার করলে পার্শ্ববর্তী দোকানের লোকজন এসে ডোবার মধ্যে আজিজ সিকদাকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে বামনা থানা পুলিশকে জানালে বামনা থানা অফিসার ইনচার্জ মো.হারুন অর রশিদ হাওলাদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বামনা থানায় নিয়ে আসেন। এ দিকে রাত……টার সময় ঝালকাঠি জেলার কাঠালিয়া ও ভান্ডারীয়ার মাঝখানে একটি ওয়ার্কশপে বামনা উপজেলার পশ্চিম বলইবুনিয়া গ্রামের মো. ছগির হাওলাদার পুত্র মো. সাইফুল ইসলাম (২৫) ও মো. ইউনুস হাওলাদার মো. হৃদয় (২২) অটো বিক্রয় করতে গেলে ওয়ার্কশপ মালিকের সন্দেহ হয় এবং অটোর মধ্যে রক্ত দেখে দুইজনকে আটকিয়ে কাঠালিয়া থানা পুলিশকে খবর দিলে কাঠালিয়া থানা পুলিশ ও বামনা থানা পুলিশ তাহাদের গ্রেফতার করে বামনা থানায় নিয়ে আসে।

আজিজুল সিকদারের লাশ ময়না তদন্তের জন্য বরগুনা বর্গে পাঠানো হয়েছে এবং আজিজুল হকে পিতা বাদী হয়ে বামনা থানঅয় মো. সাইফুল ইসলাম ও মো. হৃদয়কে আসামী করে একটি মামলা দায়ের করেছে। যাহার মামলা নং ০৬/২০২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *