মোঃ তাজিদুল ইসলাম: সুনামগঞ্জের ছাতক উপজেলায় জাউয়াবাজারে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছেন সিলেট রিজিওন হাইওয়ে পুলিশের সুপার মোঃ রেজাউল করিম। স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাতকবাসী।
এলাকাবাসীর দাবি, জাউয়াবাজার এলাকায় প্রতিদিন হাজারো যানবাহনের চাপ থাকে। ফলে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য স্থায়ী পুলিশ ক্যাম্পের প্রয়োজনীয়তা ছিল অনেক দিন ধরেই। হাইওয়ে পুলিশের এই পদক্ষেপে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে মনে করছেন তারা।
স্থানীয়রা জানান, জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের উপস্থিতি তাদের মধ্যে নতুন এক স্বস্তি এনে দিয়েছে। যাত্রী, পথচারী ও ব্যবসায়ী সবাই এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, “মানুষের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। অস্থায়ী ক্যাম্প থেকে সার্বক্ষণিকভাবে ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।”
এলাকাবাসীর প্রত্যাশা, এই অস্থায়ী ক্যাম্পকে ভবিষ্যতে স্থায়ী আকারে রূপ দেওয়া হবে।