বিক্ষোভ ও রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির রাষ্ট্রপতি রাম চন্দ্র পোউডেল।
রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখেরেল জানান, সংবিধান অনুযায়ী ওলির পদত্যাগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
এর আগে দুর্নীতিবিরোধী আন্দোলনে টানা দ্বিতীয় দিনের মতো নেপালের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যদিও রাজধানীর কিছু এলাকায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছিল, তবুও বিক্ষুব্ধ জনতা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ কয়েকজন শীর্ষ নেতার বাসভবনে হামলা চালায়।
গত সোমবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়ার দাবির পাশাপাশি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত ও শতাধিক আহত হন।
(সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট)