Shopping cart

ডিআরইউ-ন্যাশনাল লাইফ গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

সেপ্টেম্বর ৯, ২০২৫

ডিআরইউ-ন্যাশনাল লাইফ গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর।

ডিআরইউ-ন্যাশনাল লাইফ গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে রাজধানীর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, “আমার দায়িত্বকালীন সময়ে সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা হবে। একইসঙ্গে নবম ওয়েজ বোর্ড কার্যকর করার প্রক্রিয়াও চলছে।”

তিনি জানান, সাংবাদিকদের কল্যাণে নিয়মিত উদ্যোগ নেওয়া হচ্ছে। কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে এবং সাংবাদিকদের সন্তানদের জন্য ইতোমধ্যে দুই কোটি টাকা বৃত্তির অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তার মতে, সাংবাদিকরা আর্থিকভাবে স্বাবলম্বী না হলে তারা কোনো গোষ্ঠীর প্রভাব থেকে মুক্ত থাকতে পারবেন না।

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েছে। এসব ঘটনার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ অভিযোগ করেন, কিছু প্রতিষ্ঠান গ্রাহকের টাকা ফেরত দিচ্ছে না। তিনি বলেন, সরকার যদি এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ঋণ দেয়, তাহলে গ্রাহকের টাকা ফেরত দেওয়া সম্ভব হবে এবং মানুষের আস্থা ফিরে আসবে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক কাজিম উদ্দিন জানান, দাবি পরিশোধকেই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ২০২৪ সালে কোম্পানিটি ১২০৮ কোটি টাকার দাবি পরিশোধ করেছে, যেখানে প্রিমিয়াম আয় হয়েছিল ২১০৬ কোটি টাকা। সাংবাদিকদের বৃহৎ সংগঠন ডিআরইউর সঙ্গে যুক্ত হতে পেরে তারা গর্বিত বলেও তিনি মন্তব্য করেন। তিনি গ্রুপ বিমার আওতার বাইরে থাকা সদস্যদের জন্য এক লাখ টাকা সহায়তার ঘোষণা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এসময় উপস্থিত ছিলেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সহ-সভাপতি গাজী আনোয়ারসহ সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা।

চুক্তি অনুযায়ী, ২০ থেকে ৬০ বছর বয়সী প্রায় দুই হাজার সাংবাদিক গ্রুপ বিমার আওতায় আসবেন। এর মধ্যে স্বাভাবিক মৃত্যুতে ৩ লাখ টাকা, দুর্ঘটনায় মৃত্যুতে ৩ লাখ ৮০ হাজার টাকা, অঙ্গহানিতে ১ লাখ টাকা এবং অপারেশনের ক্ষেত্রে ৭০ হাজার টাকা সুবিধা পাবেন। চুক্তিটি প্রাথমিকভাবে এক বছরের জন্য কার্যকর হবে, পরবর্তীতে মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *