Shopping cart

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ট্রাকসহ দুইজন আটক

আগস্ট ৩০, ২০২৫

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ট্রাকসহ দুইজন আটক।

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ট্রাকসহ দুইজন আটক।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনকালেএকটি ট্রাক ও দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।

পুলিশ সূত্রে জানায়, দোয়ারাবাজার থানার ওসি মোঃ জাহিদুল হকের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শামছ উদ্দিন খান, এসআই মিজানুর রহমান ফোর্সসহ নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সামনে চেকপোস্ট বসান। এ সময় একটি হলুদ রঙের পুরাতন মিনি ট্রাকভর্তি বালুসহ এর সাড়ে জড়িত দু’জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে জসিম মিয়া (২৮) এবং মৃত হেলাল উদ্দিনের ছেলে মোঃ আল আমিন (২৬)।

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে নরসিংপুর বাজারসংলগ্ন মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ কাজে তাদের সহযোগিতা করতো নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা গ্রামের আব্দুল আলীর পুত্র মোঃ মামুন মিয়া(২৮),আরশ আলীর পুত্র জসিম উদ্দিন (৩৫) ও দ্বীনের টুক গ্রামের সাদ্দাম মিয়া (৩০)।

পুলিশ জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে ইজারাবিহীন নদী থেকে বালু উত্তোলন করে পরিবেশ ও ভূ-প্রকৃতি ক্ষতিগ্রস্ত করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *