দোয়ারাবাজার (সুনামগঞ্জ): “অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” স্লোগানে সুনামগঞ্জের দোয়ারাবাজারে পালিত হয়েছে জাতীয় মৎস সপ্তাহ -২০২৫।
দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অফিসের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সোমবার (১৮ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে র্যালি’র আয়োজন করা হয়।
পরবর্তীতে উপজেলা কনফারেন্স রুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎসচাষীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, উপজেলা মৎস কর্মকর্তা তুষার কান্তি বর্মন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ, মৎসজীবি প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মৎস চাষী ফরিদ আহমদ, সাংবাদিক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মো.মামুন মুন্সি।
সভায় উপজেলা পর্যায়ে মৎস্য উৎপাদনে সফলতার জন্য একজন মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়।
পরে বেলা সাড়ে ১২ টায় দোয়ারাবাজার থানা সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত করেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ও উপজেলা মৎস কর্মকর্তা তুষার কান্তি বর্মন।
এসময় দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান, মোহন রায়,মনিরুল ইসলাম, রফিজুল ইসলাম,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্মআহ্বায়ক আব্দুল মোতালিব ভূইয়া, সদস্য সোহেল মিয়া, মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা আপ্তার উদ্দিন, আনসার কর্মকর্তা অজিত রঞ্জন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস চাষীরা উপস্থিত ছিলেন।
মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণে উপজেলার মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময়, গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর ও জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান, সুফল ভোগীদের মধ্যে উপকরণ বিতরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে সপ্তাহজুড়ে।