Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শিক্ষাঙ্গন
  • পরিবেশ-পর্যটন রক্ষায় কক্সবাজারে জবি প্রেসক্লাবের মানববন্ধন

পরিবেশ-পর্যটন রক্ষায় কক্সবাজারে জবি প্রেসক্লাবের মানববন্ধন

জুলাই ২৬, ২০২৫

পরিবেশ-পর্যটন রক্ষায় কক্সবাজারে জবি প্রেসক্লাবের মানববন্ধন।

পরিবেশ-পর্যটন রক্ষায় কক্সবাজারে জবি প্রেসক্লাবের মানববন্ধন।

জবি প্রতিনিধি: পরিবেশ ও পর্যটন রক্ষা ও সচেতনতা বৃদ্ধির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) উদ্যোগে কক্সবাজারে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘স্ট্যান্ড ফর ন্যাচার, স্পিক ফর ট্যুরিজম: এওয়ারনেস প্রোগ্রাম ইন কক্সবাজার’ ও ‘পলিউশন ফ্রি কক্সবাজার আউয়ার প্রমিস’ স্লোগানকে ধারণ করে এ মানববন্ধনে বক্তারা পরিবেশ ও পর্যটন রক্ষায় সবাইকে কার্যকরী ভূমিকা রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১টায় কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকতের স্যান্ডি বীচ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও পরিবেশকর্মী ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ও দেশ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুর রহমান বলেন, প্রকৃতি রেগে গেলে তাকে থামানো যায় না। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তাদের উচিত প্রতিদিন কিছু সময় দিয়ে পরিবেশ বিষয়ক সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়া। গণমাধ্যম এবিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখানে যারা ঘুরতে আসেন, যারা এখানে থাকেন এবং প্রশাসনের কেউই কক্সবাজারের পরিবেশ নিয়ে ভাবেননা। সবাই আনন্দ করেন, ভালো সময় কাটান। কিন্তু পরিবেশ সংরক্ষণ নিয়ে ভাবেননা। পরবর্তী জেনারেশন যে আসবে এবং তাদের জন্যও এই কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ব্যাপারে ভাবতে হবে।

মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ ও গবেষক এবং মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, “কক্সবাজার শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি একটি জীবন্ত পরিবেশব্যবস্থা। প্রতিদিন সৈকতে টন কে টন বর্জ্য জমছে, যা সামুদ্রিক জীববৈচিত্র্য ও স্থানীয় বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। পর্যটন হোক দায়িত্বশীল, প্রকৃতির প্রতি হোক শ্রদ্ধাশীল।

দৈনিক আমার দেশের কক্সবাজার ব্যুরোচীফ ও ‘সেইফ দ্য কক্সবাজার’-এর সভাপতি আনছার হোসেন বলেন, “১২০ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত পৃথিবীর অন্য কোথাও নেই, আমাদের আছে। সুতরাং এটিকে আমাদের রক্ষা করতে হবে। কক্সবাজার আমাদের জন্য গর্বের।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম বলেন, আমরা আহ্বান জানাই—সারা দেশ থেকে যারা কক্সবাজারে ভ্রমণে আসবেন, তারা যেন এমন কোনো কাজ না করেন যাতে সৈকতের পরিবেশের ক্ষতি হয়। এই সৈকত আমাদের সবার, এর নিরাপত্তা ও টিকিয়ে রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব। একজন সচেতন ভ্রমণকারীর আচরণই পারে কক্সবাজারকে বাঁচিয়ে রাখতে।

মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন আমরা এখানে সমবেত হয়েছি “Stand for Nature, Speak for Tourism”—এই আহ্বানে সাড়া দিয়ে। কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতের গর্বিত স্বত্বাধিকারী। অথচ আমরা দেখছি, পরিবেশ দূষণ, পরিকল্পনাহীন পর্যটন, ও অব্যবস্থাপনার কারণে এই প্রাকৃতিক সৌন্দর্য আজ হুমকির মুখে। সাংবাদিক হিসেবে আমরা শুধু সংবাদ প্রকাশ করি না, বরং সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালন করি। সেই দায়িত্ববোধ থেকেই আমরা আজকে এই কর্মসূচির আয়োজন করেছি—পরিবেশকে রক্ষা করতে, পর্যটনের সম্ভাবনাকে টিকিয়ে রাখতে আমরা চাই, তরুণরা এগিয়ে আসুক। আমরা চাই, প্রতিটি সাংবাদিক প্রকৃতির কণ্ঠস্বর হোক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজের সঞ্চালনায় মানববন্ধনে আগামী দিনে সমুদ্রসৈকতের পরিচ্ছন্নতা কার্যক্রম ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিমূলক আরো কার্যকর কর্মসূচি হাতে নেওয়ার প্রতিশ্রুতি দেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *