দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার ও অফিস সহকারীকে হেনস্থাকারী সেই কথিত বিএনপি নেতা আজির বেগ ক্ষমা চেয়েছেন। আজির বেগ তার ব্যাক্তিগত প্রভাব কাটিয়ে মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীর সাথে ঘটে যাওয়া তার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। তিনি ওই এলাকার সুনা মিয়া বেগ’র পুত্র।
বুধবার ( ৯ জুলাই) সাম্প্রতিক ঘটনা নিয়ে দুপুরে মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত সামাজিক সালিস বৈঠকে তিনি সবার কাছে হাত-পা ধরে ক্ষমা প্রার্থনা করেন।
এর আগে, গত ৪ জুলাই ইসলামপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার গভনিংবডির নির্বাচনকে কেন্দ্র করে মাদ্রাসার সুপার ও অফিস সহকারীর সাথে অসদাচরণ করেন তিনি। এপর্যায়ে এই মাদ্রাসার সুপারকে একা পেয়ে গালিগালাজ ও মানুষিক ভাবে হেনস্থা করেন এবং দেখে নেওয়ার হুমকি দেয়। এঘটনায় সোমবার (৭ জুলাই) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে মাদ্রাসার শিক্ষার্থীরা। বিক্ষোভে আগামী তিনদিনের বিতরে অভিযুক্ত কথিত বিএনপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে এলাকাবাসীর হস্তক্ষেপে বুধবার সকালে মাদ্রাসা ক্যাম্পাসে সালিসি বৈঠক বসে। এসময় আজির বেগ তার ভুলের জন্য সকলের নিকট প্রকাশ্যে ক্ষমতা প্রার্থনা করেন।
বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার সুপার মাও মোহাম্মদ আলী ভূইয়া বলেন আজির বেগ’র সাথে ঘটে যাওয়া বিষয়টা সমাধান হয়েছে।