সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জ – ৫ (ছাতক-দোয়ারা) এলাকার উন্নয়নে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা সুলতান আহমদ।
রবিবার (৩০ জুন) বিকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি জামায়াতের উদ্যোগে আয়োজিত জনশক্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারায় অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে আহ্বান জানান এবং অবহেলিত ছাতক ও দোয়ারাবাজার উপজেলার রাস্তাঘাটের করুন অবস্থার চিত্র তুলে দরে বলেন, ১৭ বছর স্বৈরাচার আওয়ামীলীগ সরকার যেমন দেশটাকে লুটেপুটে খেয়েছে। উন্নয়নের নামে তামাশা করেছে। উন্নয়নের নামে অর্থপাচার করেছে। তেমনি ছাতক-দোয়ারায় ও কিছু লাগব বোয়াল দের হাতে জনগন একই অবস্থার স্বীকার হয়েছে। জোরপূর্বক কেন্দ্র দখল আর রাতের ভোটে তারা এমপি হয়েছেন, স্থানীয় চেয়ারম্যান হয়েছেন কিন্তু এলাকার উন্নয়নে তারা কোন কাজ করেন নি।
জনগণের টাকা আত্মসাৎ করে ওই টাকায় নিজেদের আখের গুছিয়েছেন। ছাতক-দোয়ারাবাসীকে তারা ধুঁকা দিয়েছে। এলাকার অর্থ সম্পদ তারা পাচার করেছে কিন্তু দুটি উপজেলার ২২ টি ইউনিয়নে এখনো সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল করতে পারেনি। তাই ছাতক ও দোয়ারাবাজারবাসীর উন্নয়নে জামায়াতকে ভোট দেওয়া নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ১৭টি বছর জামায়াতের কর্মীরা ঘরে থাকতে পারেননি। আমাদের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে। আরও অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। মামলা-হামলা, গুম-খুন করে দমানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে দমানো যায়নি।
যার সাক্ষ্য দিচ্ছে এখন দেশের প্রতিটি জনগণ। মানুষ এখন জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। দীর্ঘদিনের স্বৈরাচারী দুঃশাসনের পর দেশের মানুষ এখন শান্তি চায়, স্বস্তি চায়, তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে স্বপ্ন দেখছে। কারণ মানুষ জানে জামায়াতই পারবে দেশে শান্তিশৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত করতে।
তিনি প্রতিশ্রুতি দেন যে, স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে সবচেয়ে বেশি অবহেলিত ছিলো ছাতক ও দোয়ারাবাজার উপজেলা। এই আসনের জনগন সালাম মাদানীকে দাঁড়িপাল্লা প্রতীকে এমপি নির্বাচিত করলে এলাকার সার্বিক উন্নয়নে এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করবেন। অবহেলিত উন্নয়নবঞ্চিত ছাতক ও দোয়ারাবাজার উপজেলার মানুষের কল্যাণে জামায়াতের প্রার্থী কাজের সুযোগ পেতে আগামী নির্বাচনে সকলের দোয়া,সমর্থন ও ভোট প্রত্যাশা করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাও তোফায়েল আহমেদ খাঁন,সুনামগঞ্জ -৫(ছাতক-দোয়ারা) আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাও আব্দুস সালাম আল মাদানী।
বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের আমীর মাও খলিলুর রহমান’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাও জসিমউদদীন এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিসে সূরা সদস্য মাও আব্দুস সাত্তার, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস,ছাতক উপজেলা জামায়াতের আমীর মাও আকবর আলী,দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও দেলোয়ার হোসাইন, সিলেট জালালাবাদ থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ওবায়দুল হক শাহিন প্রমুখ।